শ্রীনগরে আইন শৃঙ্খলা কমিটির সভা
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় উপজেলা নিবার্হী অফিসারের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
শ্রীনগর উপজেলা নিবার্হী অফিসার মোঃ মহিন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী সোহেল,শ্রীনগর থানার ওসি(তদন্ত) মোঃ আমিনুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতার্ ডাঃ জসিম উদ্দিন,শ্রীনগর প্রেস ক্লাবের সভাপতি আরিফ হোসেন, পল্লী বিদ্যুতের ডিজিএম মদন গোপাল সাহা,ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন, উপজেলার ১৪টি ইউনিয়নের প্রশাসনিক কর্মকতার্ বৃন্দ।
সভায় উপজেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি, মাদক, অস্ত্র, চুরি, ডাকাতি নিয়ন্ত্রনের বিষয়ে বক্তারা অলোচনা করেন এবং করনীয় বিষয়ে সকলের সহযোগীতা কামনা করেন।
মো:ফারুক খান
শ্রীনগর,মুন্সীগঞ্জ
২৬/০৬/২৫ইং
