শ্রীনগরে জাতীয় ফল মেলা উপলক্ষে আলোচনা সভা

Uncategorized আন্তর্জাতিক খেলা ছবি জাতীয় বাংলাদেশ বিনোদন সারাদেশ

শ্রীনগরে জাতীয় ফল মেলা উপলক্ষে আলোচনা সভা

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগর উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের আয়োজনে জাতীয় ফল মেলা—২০২৫ উদ্বোধন উপলক্ষে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস আলোচনা সভা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস” অনুষ্ঠিত হয়।
শ্রীনগর উপজেলা নিবার্হী অফিসার মো. মহিন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ জেলা কৃষি কার্যালয়ের অতিরিক্ত উপ—পরিচালক (শস্য) ড. মো. আনোয়ারুল ইসলাম, অতিরিক্ত উপ—পরিচালক (পিপি) নাহিদ কামাল, শ্রীনগর উপজেলা কৃষি অফিসার মোহসিনা জাহান তোরণ, উপজেলা কৃষি সম্প্রসার অফিসার মাইনউদ্দিন সাআদ, উপজেলা সমবায় অফিসার রুমা পারভীন প্রমুখ। সঞ্চালনা করেন উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার সুমাইয়া আফরোজ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি অফিসার, সাংবাদিক ও এলাকার কৃষক। আলোচনা সভা শেষে দিনব্যাপী জাতীয় ফল মেলার স্টল ঘুরে দেখেন আমন্ত্রিত অতিথিরা।

মো:ফারুক খান
শ্রীনগর,মুন্সীগঞ্জ
২৪/০৬/২৫ইং

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *