আদালতে তোলর আগে কান্নার ভেঙে পরলেন সাবেক সংসদ তুহিন

ছবি জাতীয় বাংলাদেশ সারাদেশ

মামলা রুজু হওয়ার ১২ দিনের মধ্যে RAB-5 সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ, সিপিএসসি, রাজশাহী এবং সদর কোম্পানী RAB-12, সিরাজগঞ্জ এর যৌথ অভিযানে হত্যা মামলার এজাহারনামীয় পলাতক ০২ জন আসামী গ্রেফতার।
র‌্যাব-৫ সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ এবং সিপিএসসি, রাজশাহী এর যৌথ অভিযানে হত্যা মামলার এজাহারনামীয় ১০ নম্বর পলাতক আসামী মোঃ সিয়াম আলী(২০), পিতা-মোঃ খাইরুল ইসলাম, সাং-সুবইল, থানা-গোমস্তাপুর, জেলা-চাঁপাইনবাবগঞ্জ’কে ২২ জুন ২০২৫ ইং তারিখ ১৫:৩০ ঘটিকার সময় রাজশাহী মহানগরীর মতিহার থানাধীন তালাইমারী ট্রাফিক মোড় এলাকা হতে গ্রেফতার করে।

একই ঘটনায় র‌্যাব-৫ সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ এবং সদর কোম্পানী র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর যৌথ অভিযানে এজাহারনামীয় ৮ নম্বর পলাতক আসামী মো: আরজেদ আলী @ টুনু (৫৫), পিতা-মৃত রুস্তম আলী, সাং-সুবইল, থানা-গোমস্তাপুর, জেলা-চাঁপাইনবাবগঞ্জ’কে ২২ জুন ২০২৫ ইং তারিখ ১৬:০৫ ঘটিকার সময় সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানাধীন দবিরগঞ্জ বাজার হতে গ্রেফতার করে।

ঘটনা সূত্রে জানা যায়, ইং ০৯/০৬/২০১৫ তারিখ সময় অনুমান ১০.০০ ঘটিকার সময় ধৃত আসামীসহ অন্যান্য এজাহারনামীয় আসামীগণ পূর্ব শত্রুতার জের ধরে বেআইনী জনতায় দলবদ্ধ হয়ে গোমস্তাপুর থানাধীন পার্বতীপুর ইউপিস্থ সুবইল গ্রামের পশ্চিমপাড়া ঈদগাহ মাঠের পূর্ব পার্শ্বে বাদিনীর চাচাতো ভাই মোঃ নাহিদ আলীর বসতবাড়ীর ভিতরে ও বাহির আঙ্গিনায় অনধিকার প্রবেশ করে দেশীয় অস্ত্র দিয়ে বাদিনীর বাবা মোহা: আব্দুল বাশেদ আলী’কে হত্যার উদ্দেশ্যে মাথা বরাবর স্বজোরে আঘাত করে। উক্ত আঘাত ভিকটিমের মাথার মাঝখানে লেগে গুরুতর রক্তাক্ত জখমপ্রাপ্ত হয়ে মাটিতে পড়ে গেলে অন্যান্য আসামীরা তাদের হাতে থাকা দেশীয় অস্ত্র দ্বারা ভিকটিমকে এলোপাথারী মারপিট করে মৃত্যু নিশ্চিত করে। এ সময় এজাহারনামীয় অন্যান্য আসামীগণের মারপিটের ফলে বাদীর চাচী ও চাচাতো ভাই আহত হয়। উক্ত ঘটনায় ভিকটিম মৃত আব্দুল বাশেদ আলীর মেয়ে বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। গ্রেফতারকৃত আসামীদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *