শ্রীনগরে সৌদি আরব প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে সামিয়া আহমেদ ঔশী (২৪) নামে এক প্রবাসীর স্ত্রী গলায় ফাস দিয়ে আত্মহত্যা করেছে। গৃহবধূ ঔশী উপজেলার বাঘড়া ইউনিয়নের বরিবর খোলা গ্রামের সৌদি আরব প্রবাসী মো. সুমন খানের স্ত্রী। দুই বছর আগে পারিবারিকভাবে দুজনের বিবাহ হয়। শনিবার বেলা ১১ টার দিকে শ্বশুর বাড়ি নিজ কক্ষে ফ্যানের সাথে গলায় ফাস দিয়ে ঔশী আত্মহত্যা করে। খবর পেয়ে শ্রীনগর থানা পুলিশ লাশটি উদ্ধার করে। স্থানীয়রা জানান, প্রায় দুই বছর আগে সামিয়া আহমেদ ঔশী ও সুমন খানের বিবাহ হয়। ঔশীকে তার স্বামী সৌদি আরবে নেওয়ার কথা ছিল। হঠাৎ ঔশীর আত্মহত্যার খবর শুনতে পান তারা। পরিবারের লোকজন ঘরের দরজা ভেঙ্গে ভিতরে গিয়ে ঔশীর ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেন।শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকতার্ (ওসি) আমিনুল ইসলাম জানান, লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মো:ফারুক খান
শ্রীনগর,মুন্সীগঞ্জ
২১/০৬/২৫ইং
