ঢাকা—মাওয়া এক্সপ্রেসওয়েতে ৩টি গাড়ির সংঘর্ষে আহত ৪ 

ছবি জাতীয় বাংলাদেশ সারাদেশ

ঢাকা—মাওয়া এক্সপ্রেসওয়েতে ৩টি গাড়ির সংঘর্ষে আহত ৪

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: ঢাকা—মাওয়া—খুলনা এক্সপ্রেসওয়েতে ৩টি গাড়ির সংঘর্ষের ৪ জন আহত হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাত পৌণে ২ টার দিকে শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকার উমপাড়ায় এই ঘটনা ঘটে। আহত যাত্রীরা হলেন মাইক্রোবাসের চালক বাগের হাটের শহিদুল ইসলাম (৩৫), যাত্রী সিদ্ধিরগঞ্জের সেলিম (৫৪), জাহাঙ্গীর (৬২) ও আফজাল হোসেন (৫৪)। এ ঘটনায় সড়কে কিছুক্ষনের জন্য যান চলাচল বন্ধ থাকে। জানা গেছে, এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনের উমপাড়ায় একটি ট্রাকের পিছনে মাইক্রোবাস ধাক্কা দেয়। এ সময় পিছন থেকে অপর একটি ট্রাক মাইক্রোবাসটিকে সজরো ধাক্কা দিলে মাইক্রোবাসের ভিতরে যাত্রীরা আটকা পড়ে। এতে মাইক্রোবাসটি দুমরে মুচড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস মাইক্রোবাসটি ( ঢাকা মেট্রো চ—২০৫৭৬৫) কেটে আটকা পড়া যাত্রীদের উদ্ধার করে। ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার সময় ট্রাকটিকে (ঢাকা মেট্রো ট—১১২৩২৫) আটক করা হয়। শ্রীনগর ফায়ার স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, হাইড্রলিক যন্ত্রপাতি ব্যবহার করে মাইক্রোবাসের ভিতরে আটকা পড়া আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়। দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডাঃ নাফিজ মোহাম্মদ খান জানান, আহতদের  মধ্যে ১ জন ঢাকা মিডফোর্ট হাসপাতালে রেফার্ড করা হয়েছে। হাঁসাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, সড়ক থেকে মাইক্রোবাস সরানো হয়েছে। ট্রাকটি হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মো:ফারুক খান
শ্রীনগর,মুন্সীগঞ্জ
১৬/০৪/২৫ইং

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *