শ্রীনগরে আন্তর্জাতিক নারী দিবসে আলোচনা সভা ও র‍্যালি

ছবি জাতীয় বাংলাদেশ সারাদেশ
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে আন্তর্জাতিক নারী দিবস—২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি হয়েছে। গত শনিবার বেলা ১১ টার দিকে শ্রীনগর উপজেলা নিবার্হী অফিসারের কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নিবার্হী অফিসার মো. মহিন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা  কর্মকর্তা  জাহেদ আহমেদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ রিপা, উপজেলা প্রকৌশলী মহিফুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকতার্ কান্তা পাল, শ্রীনগর প্রেস ক্লাবের সভাপতি আরিফ হোসেন, শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন, উপজেলা মহিলা সংস্থার চেয়ারম্যান প্রমুখ।
এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রী, মাহিলা বিষয়ক দপ্তর ও মহিলা সংস্থার উপকারভোগী বৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে উপকারভোগীদের মধ্যে ক্ষুদ্রঋণ বিতরণ করা হয়।  এদিন দিবসটি উপলক্ষে উপজেলা প্রাঙ্গণ থেকে একটি  র‍্যালি বের করা হয়।
মো: ফারুক খান
শ্রীনগর,মুন্সীগঞ্জ
০৯/০৩/২৫ইং
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *