শ্রীনগরে মিথ্যা অপপ্রচারকারীদের শাস্তির দাবীতে মানববন্ধন

ছবি জাতীয় বাংলাদেশ সারাদেশ
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে মিথ্যা অপবাদ প্রচারকারীদের শাস্তির দাবীতে মানববন্ধন ও ঝাড়– মিছিল হয়েছে। উপজেলার ভাগ্যকুল এলাকার সেলিনা আক্তার বিনা ও তার ভাই মোহাম্মদ আলী ফরাজীর বিরুদ্ধে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন এলাকাবাসী। মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার ভাগ্যকুল হরেন্দ্রলাল স্কুল এন্ড কলেজ সংলগ্ন সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে প্রায় দুই শতাধিক নারী—পুরুষ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে অংশগ্রহকারীরা বলেন, ভাগ্যকুল ইউনিয়নের মান্দ্রা গ্রামের হাফিজুর রহমান জুয়েল মৃধা ও তার ভাই স্থানীয় ইউপি সদস্য মো. সেলিম মৃধাকে জড়িয়ে কয়েকদিন আগে ভুল তথ্য দিয়ে মিথ্যা সংবাদ প্রকাশের মাধ্যমে অপপ্রচার করে সেলিনা আক্তার বিনা ও মোহাম্মদ আলী ফরাজী। ভিত্তিহীন মিথ্যা অপপ্রচারকারীদের শাস্তির দাবী করেন।
এফবিসিসিআই’র সদস্য হাফিজুর রহমান জুয়েল মৃধা বলেন, মানহানীকর মিথ্যা অপপ্রচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
সূত্রমতে জানা গেছে, ভাগ্যকুল এলাকার মরহুম আব্দুল জাব্বার মৃধার স্ত্রী রাশিদা জাব্বার ও ওয়ারিশদের সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সেলিনা আক্তার বিনা ও তার ভাই মোহাম্মদ আলী ফরাজীর বিরোধ চলছে। এনিয়ে মরহুম আব্দুল জাব্বার মৃধার ভাতিজা হাফিজুর রহমান জুয়েল মৃধা ও তার ভাই সেলিম মৃধার বিরুদ্ধে সম্পত্তি দখলে রাখার অভিযোগ এনে মিথ্যা অপপ্রচার করে সেলিনা আক্তার বিনাগং। তবে রাশিদা জাব্বার বলেছেন জায়গাটির মালিক তারা।
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *