শ্রীনগরে ফলিত পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সার্টিফিকেট প্রদান

ছবি জাতীয় বাংলাদেশ সারাদেশ

শ্রীনগর( মুন্সিগঞ্জ)প্রতিনিধি:শ্রীনগরে সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক ৩ দিনের প্রশিক্ষণ শুরু হয়েছে। বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউশন (বারটান) কৃষি মন্ত্রণালয়ের আয়োজনে ও শ্রীনগর কৃষি অফিসের সহযোগিতায় এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সোমবার থেকে বুধবার  উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সভাকক্ষে শেষ দিনের প্রশিক্ষণে বিভিন্ন বিষয়ের ওপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন উপজেলা কৃষি অফিসার মোহসিনা জাহান তোরণ। জানা গেছে, সকাল ৯ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত প্রশিক্ষণ কার্যক্রম চলে। এতে অংশ গ্রহন করেন সমাজসেবা, যুব উন্নয়ন, মহিলা বিষয়ক, তথ্য সেবা কর্মকর্তাসহ স্থানীয় সাংবাদিক, শিক্ষক, ইমাম, পুরোহিত ও এনজিও কর্মী বৃন্দ।

তিনদিন ব্যাপী কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন বারটান এর প্রশিক্ষক ও পুষ্টিবিদ ছামিয়া মাহবুবা,শেষ দিনের কর্মশালায় উপস্থিত ছিলেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা  ড. মোঃ আব্দুর রাজ্জাক ( বারটান), বিপ্লব কুমার মোহন্ত,  উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর  মুন্সিগঞ্জ, মোহসিনা জাহান তোরন,  উপজেলা কৃষি কর্মকর্তা, শ্রীনগর মুন্সিগঞ্জের,  ডাঃ মুহাম্মদ সাইফুল আদনান রানা, মেডিকেল অফিসার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, শ্রীনগর মুন্সিগঞ্জ। তিন দিনের প্রশিক্ষণ শেষে প্রশিক্ষনার্থীদের মাঝে সার্টিফিকেট প্রদান করা হয়।
মো:ফারুক খান
শ্রীনগর, মুন্সিগঞ্জ।
১৯/০২/২০২৫ইং

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *