শ্রীনগরে গ্রাম আদালত বিষয়ক দ্বি—মাসিক সমন্বয় সভা

ছবি জাতীয় বাংলাদেশ সারাদেশ
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে উপজেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক দ্বি—মাসিক সমন্বয় সভা হয়েছে। রবিবার বেলা ১১ টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. মহিন উদ্দিন। সভায় বাংলাদেশে গ্রাম আদালত বিষয়ক বিস্তারিত আলোচনা করেন বাংলাদেশে গ্রাম আদালত সক্রয়িকরণ ৩য় পর্যায় প্রকল্পের শ্রীনগর উপজেলা সমন্বয়কারী মো. মিজানুর রহমান ও জাহাঙ্গীর আলম। এ সময় উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর গণ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রকল্পটি সরকার বিভাগের তত্বাবধানে (অপঃরাধঃরহম ারষষধমব পড়ঁৎঃং রহ ইধহমষধফবংয) শিরোনামে ইউরোপিয়ান ইউনিয়ন, ইউএনডপি ও বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, আর্থিক ও কারিগরি সহায়তায় বাস্তবায়িত হচ্ছে।
মোঃফারুক খান
শ্রীনগর,মুন্সীগঞ্জ
০৯/০২/২৫ইং
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *