শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর পুরাতন ফেরীঘাট এলাকায় যাত্রীবাহী বাস চাপায় এক পথচারী (৫৫) নিহত হয়েছে। বুধবার দুপুর পৌণে ২ টার দিকে এই ঘটনা ঘটে। ওই পথচারীর (পুরুষ) পরিচয় এখনও জানা সম্ভব হয়নি। প্রত্যক্ষদর্শীরা জানায়, সড়ক পারাপারের সময় দূরপাল্লার একটি বাস লোকটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই লোকটি মারা যায়। ধারনা করা হচ্ছে লোকটি মানসিক ভারসাম্যহীন হতে পারে। খবর পেয়ে ফায়ার
সার্ভিস কর্মীরা ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বিকাল ৪ টার দিকে হাঁসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের জিলানী জানান, অজ্ঞাত লাশটি
আমাদের হেফাজতে রাখা হয়েছে। পরিচয় জানার চেষ্টা চলছে।
মোঃফারুক খান
শ্রীনগর,মুন্সীগঞ্জ
০৫/০২/২৫ইং
