শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে মাটরসাইকেল দুর্ঘটনায় দুজন আহত হয়ছে। বুধবার পণে ১০ টার দিক শ্রীনগর উপজেলার ঢাকা—মাওয়া—ভাঙ্গা এক্সপ্রসওয়ের বেজগাঁও যাত্রী ছাউনীর সামনে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাইকটির (ঢাকা মট্রা—ল ৫২৪৮৭৪) চালক মাজহারুল ইসলাম (৫৫) ও তার স্ত্রী তাসলিমা বেগম (৩৫) গুরুতর আহত হয়।
জানা গেছে, মাজহারুল ইসলাম ঢাকার জুরাইন এলাকার মুরাদপুরের মরহুম মো: মাতালেবের পুত্র। প্রত্যক্ষদশীর্রা জানায়, এক্সপ্রসওয়ের ঢাকামুখী হাইওয়ে লেন এ মাটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে। এতে বাইক আরাহী দুজনে আহত হন। আহত ওই দুজন সম্পর্ক স্বামী—স্ত্রী। ফায়ার সার্ভিস কমীর্রা এসে তাদেরকে উদ্ধার করেন।
শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার দেওয়ান আজাদ হাসান বলেন, খবর পেয়ে ঘটনা স্থল থেকে একজন পুরুষ ও একজন নারীকে উদ্ধার করে উপজলা স্বাস্থ্য কমপ্লক্স প্ররণ করা হয়।
উপজলা স্বাস্থ্য কমপ্লক্স জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ মো: মুসা হাসনাত জানান, প্রাথমিক চিকিৎসা দিয় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মিটফোর্ড হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
ফারুক খান
শ্রীনগর,মুন্সীগঞ্জ
০৫/০২/২৫ইং
