চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে উত্তেজনা

আন্তর্জাতিক ছবি জাতীয় বাংলাদেশ সারাদেশ

রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের শূন্যরেখার পাশে বাংলাদেশের ভেতরের জমিতে ঘাস কাটতে গেলে দুই যুবককে মারধরের অভিযোগ উঠেছে ভারতীয় নাগরিকদের বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দারা জানান, ফসলি জমি বিনষ্টের অভিযোগ তুলে এ হামলা চালানো হয়। এছাড়া, ভারতীয়রা বাংলাদেশের ভেতরের কয়েকটি আমগাছ কেটে দেয় এবং ফসলি জমি নষ্ট করে।

 

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে সীমান্তে জড়ো হয়ে বিক্ষোভ করেন বাংলাদেশিরা। বিক্ষোভের এক পর্যায়ে বাংলাদেশ ও ভারতীয় নাগরিকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে ভারতীয়রা অনুপ্রবেশ করলে তাদের ধাওয়া করে বাংলাদেশিরা।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *