জুলাই ঘোষণাপত্র প্রণয়নে একটি কমিটি গঠনের প্রস্তাব এসেছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, ঘোষণাপত্র প্রণয়নে আরও ব্যাপক আলোচনা এবং সর্বসম্মতিক্রমে একটি ডকুমেন্ট প্রস্তুত করা হবে। প্রয়োজন হলে যথেষ্ট সময় নেওয়া হলেও অযথা কালক্ষেপণ করা হবে না।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অনুষ্ঠিত সর্বদলীয় সভা শেষে তিনি এ কথা জানান। সভায় জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া প্রায় সব রাজনৈতিক দল ও শক্তির প্রতিনিধি উপস্থিত ছিলেন
