ক্যাব যুব গ্রুপের রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজ শাখার কমিটি গঠন

ছবি জাতীয় বাংলাদেশ বিনোদন সারাদেশ

দেশের ছাত্র ও তরুণ সমাজের মাঝে নিরাপদ খাদ্য নিশ্চিত, নিত্যপণ্যে মূল্যের উর্ধ্বগতি রোধ, মানসম্মত শিক্ষা, চিকিৎসা, তথ্য প্রযুক্তি, আর্থিক লেনদেন এবং জীবন ও জীবিকার সাথে যুক্ত অধিকার সুমহের অব্যবস্থাপনারোধসহ ভোক্তা অধিকার সুরক্ষায় নিয়োজিত সেচ্ছাসেবী যুব সংগঠন “ক্যাব যুব গ্রুপ রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজ শাখা ” কমিটি গঠিত হয়েছে। রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের তৃতীয় বর্ষের ছাত্র সভাপতি :- মো: তানবীর সিহাব, অত্র কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জয় কুমার রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজ, অত্র কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মালিহা মোস্তারিন সহ-সভাপতি , ও অত্র কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাকিল আহমেদ সাধারণ সম্পাদক , নির্বাচিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি ) নগরীর রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজে একটি পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। ক্যাব ইউথ রাজশাহী ডিসট্রিক্টের সাংগঠনিক সম্পাদক মো: রাউফ হোসাইন এর উপস্থিতিতে অনুষ্ঠিত এ অধিবেশনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ক্যাব ক্যাব ইউথ রাজশাহী ডিসট্রিক্ট প্রচার সম্পাদক রাতু সিফাত , যুব ও মহিলা বিষয়ক সম্পাদক সুমাইয়া হক , প্রমুখ।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, যুগ্ম সম্পাদক মতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহিন আলম সাকিল, সহ-সাংগঠনিক সম্পাদক আবু রায়হান রাজু, সহ-সাংগঠনিক সম্পাদক নূরে হাবিব, প্রচার সম্পাদক রাসেল রানা, সহ-প্রচার সম্পাদক মো: আব্দুল ওয়াহিদ, সহ-প্রচার সম্পাদক সাদাত ইবতিসাম, দপ্তর সম্পাদক মো: রায়হান আলী, সহ-দপ্তর সম্পাদক সাধন কুমার, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক মো: রফিকুল ইসলাম, সহ-স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক মো: সিজানুর রহমান, সহ-স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক তৌফিক, সহ-স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক ফেরদৌস হাসান, আইন সহায়তা সম্পাদক অনিক আহমেদ, সহ-আইন সহায়তা সম্পাদক সাজিদুর রহমান, সহ-আইন সহায়তা সম্পাদক পিয়াস আহমেদ সিয়াম, অর্থ সম্পাদক আব্দুল মালেক, যুব ও মহিলা বিষয়ক সম্পাদক সাবরিনা, সহ-যুব ও মহিলা বিষয়ক সম্পাদক মিলি আক্তার মিম, সদস্য মিন্টু রশিদ, সদস্য শিতলী, সদস্য আবু সাঈদ, সদস্য মো: অন্তর আলী, সদস্য মো: আজিজুর রহমান, সদস্য ইয়াসমিন জাহান নুন, সদস্য জান্নাতুল ফেরদৌস মেঘলা, সদস্য সরিফুল ইসলাম।

সভায় বক্তরা বলেন আমাদের মতো তরুন জনগোষ্ঠি, আজকে যারা ছাত্র ও যুব, আগামিতে তারাই পরিবার, সমাজ ও রাস্ট্রের দায়িত্ব নিবে। কিন্তু তারা যদি সমাজে চলমান অনিয়ম, ভোগান্তি, প্রতারনা ও সমস্যাগুলি সম্পর্কে সম্যক অবহিত না হয়, তাহলে পেশাগত জীবনে অথবা ব্যক্তিগত জীবনে এই সমস্যাগুলি থেকে উত্তরণের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না। তাই দেশের তরুণ জনগোষ্ঠিকে দেশ ও জাতিগঠনমুলক স্বেচ্ছাসেবী সমাজ পরিবর্তন কর্মকান্ডে সম্পৃক্ত করা দরকার। তারই অংশ হিসাবে ভোক্তা অধিকার, খাদ্যে ভেজাল বিরোধী অভিযান, মাদক ও ধুমপানের বিরোধী প্রচারনা কর্মকান্ডে আমাদের মত তরুণ সমাজ কে সম্পৃক্ত করতে যুবদের ভিতর ক্যাবের কার্যক্রম বৃদ্ধি করার উদ্যোগ নেওয়া হবে।

বক্তারা আরও বলেন, ৫ আগষ্টের আন্দোলনসহ দেশের সবকটি আন্দোলনে আমাদের মতো তরুণ সমাজ নেতৃত্ব প্রদান করলেও ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে তরুনদেরকে ব্যবহার করে একটি গোষ্টি নিজেদের ফায়দা হাসিলের কারনে আমাদের তরুণ সমাজ বিভ্রান্ত হয়ে দেশে ও জাতি গঠনমুলক কাজ থেকে বিমুখ হয়ে গেছে। সেকারনে শিক্ষা প্রতিষ্ঠান ও পাড়া মহল্লায় এখন আর সামাজিক-সাংস্কৃতিক কর্মকান্ড চর্চা ও স্বেচ্ছাসেবী উদ্যোগ গুলি বিকশিত হচ্ছে না। যার কারনে আমাদের মতো তরুণরা বিপথগামী হচ্ছি। অন্যদিকে কর্পোরেট সংস্কৃতির আগ্রাসনে পড়াশুনা শেষ না করতেই আমাদের মতো তরুণরা নানা লোভনীয় অফার দেখিয়ে খন্ডকালীন চাকুরী দেয়া হলেও পরক্ষণে তার প্রতিভার অবকাশ ঘটে। পরবর্তীতে এর সর্বশেষ পরিনতি হয় অকালে সম্ভাবনাময় অনেক জীবন অকালেই বিকশিত হতে পারছে না

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *