রাজশাহী, ১৫ জানুয়ারি ২০২৫: রাজশাহী কলেজে শুরু হলো তিনদিন ব্যাপী *তারুণ্যের উৎসব-২০২৫*। আজ সকাল ১১টায় কলেজ মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহিম আলী। এছাড়াও অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী তার বক্তব্যে বলেন, এবারের উৎসবের মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের উদ্ভাবনী শক্তির বিকাশ, পরিবেশ সুরক্ষায় পলিথিন ও প্লাস্টিক বর্জন এবং সোশ্যাল বিজনেস সম্পর্কে ধারণা প্রদান করা। তিনি আরও বলেন, এই উৎসবের মাধ্যমে স্থানীয় ঐতিহ্য, সাহিত্য ও সংস্কৃতির প্রচার এবং ছাত্র-ছাত্রীদের মধ্যে সৃজনশীলতা এবং সমাজিক দায়বদ্ধতার অনুভূতি সৃষ্টি করা হবে।
*তারুণ্যের উৎসব-২০২৫* উপলক্ষ্যে তিনদিনব্যাপী মেলা, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উৎসবের প্রধান উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের উদ্ভাবনী শক্তি এবং সৃজনশীলতার উন্মেষ ঘটানো, পাশাপাশি পরিবেশ সুরক্ষায় সচেতনতা সৃষ্টি করা।
উল্লেখ্য, উৎসবটি *১৫ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি ২০২৫* পর্যন্ত চলবে এবং প্রতিদিন মেলা সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।
