শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় চালকসহ ৩ তরুণ আহত হয়েছে। শনিবার দুপুর আড়াইটার দিকে ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শ্রীনগরের ষোলঘর ভূঁইচিত্র কবরস্থানের সামনে মাওয়ামুখী সার্ভিস লেনে এই ঘটনা ঘটে। আহতরা হলেন ঢাকা রায়েরবাগ এলাকার আব্দুল মালেকের ছেলে আলিফ (১৫), যাত্রাবাড়ি এলাকার মো. কুদ্দুসের ছেলে সাকিবুল (১৬) ও মুন্সীগঞ্জের আশিক (১৫)। স্থানীয়রা জানায়, মোটরসাইকেলটিতে (ঢাকা মেট্রো এ-০৩৮০৫৩) চালকসহ ৩ জন আরোহী ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় অজ্ঞাত একটি ট্রাক পিছন থেকে ধাক্কা দিলে বাইকসহ অরোহীরা সড়কে ছিটকে পড়ে আহত হয়। এ সময় ট্রাকটি দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে থেকে আহতদের উদ্ধার করে। শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, আহত ৩ তরুণকে উদ্ধারের পর এ্যাম্বুলেন্স যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
মোঃ ফারুক খান
শ্রীনগর,মুন্সিগঞ্জ
০৪/০১/২৫ইং
