আরেমপি অভিযানে নগরীতে আটক ১০

ছবি জাতীয় বাংলাদেশ সারাদেশ

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ১০ জনকে আটক করা হয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ১ জন, মাদক মামলায় ১ জন এবং ওয়ারেন্টভুক্ত ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তারকৃত মো: সোহেল রানা ওরফে ডন (৪২) রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার পুরাতন বিল সিমলার মো: আব্দুস সাত্তার মণ্ডলের ছেলে।

সে রাজশাহী ওয়াসার নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ)। সে গত ১৮ জুলাই ২০২৪ খ্রিষ্টাব্দ নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও ককটেল বিস্ফোরণ ঘটানোর মামলার এজাহার নামীয় আসামি।

গতকাল ৮ ডিসেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দ রাতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামি সোহেল রানা ডনকে বর্ণালি মোড় থেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *