সব ধর্মের ঐক্য গড়ো দেশ রক্ষায় শপথ করো প্রতিপাদ্যকে নিয়ে শপথ পাঠ ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

ছবি জাতীয় বাংলাদেশ সারাদেশ

সব ধর্মের ঐক্য গড়ো দেশ রক্ষায় শপথ করো প্রতিপাদ্যকে নিয়ে শপথ পাঠ ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সব ধর্মের ঐক্য গড়ো দেশ রক্ষায় শপথ করো এই প্রতিপাদ্য বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খৃষ্টান, আদিবাসী এবং বিদেশী (বিশ্ববিদ্যালয়ে অবস্থানরত বিদেশি শিক্ষার্থী) সকল ধর্ম-বর্ণের মানুষের সম্মিলিত ঐক্যে-শপথ পাঠ ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সালেহ হাসান নকীব।

শপথ পাঠ শেষে অনুষ্ঠিত হয় কবিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানের আয়োজন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় সম্প্রীতি মঞ্চ।

শপথ বাক্য পাঠ,
আমরা বাংলাদেশের নাগরিকগণ পবিত্র মাটির প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধা থেকে শপথ করছি যে, ধর্ম, বর্ণ, গোত্র কিংবা মতাদর্শের ভেদাভেদ ভুলে আমরা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মর্যাদা এবং বাংলাদেশপন্থী আদর্শ রক্ষায় সর্বদা ঐক্যবদ্ধ থাকবো।

আমরা দৃঢ় প্রতিজ্ঞ যে, কোনো বিদেশি ষড়যন্ত্র, হস্তক্ষেপ কিংবা বিভেদের অপচেষ্টা আমাদের ঐক্য, সম্প্রীতি, এবং ধর্মীয় সৌহার্দ্য নষ্ট করতে পারবে না। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্ম, বর্ণ ও মতাদর্শের মানুষ এক হয়ে আমরা গড়ে তুলেছি এক অখণ্ড বাংলাদেশ, যেখানে ভ্রাতৃত্ব, সহমর্মিতা, এবং পারস্পরিক সম্মানই আমাদের প্রকৃত শক্তি।

বাংলার প্রতিটি নদী, মাঠ-প্রান্তর, পাহাড় আর সমতল আমাদের অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ। এই মাটির মর্যাদা রক্ষায় আমরা অঙ্গীকারাবদ্ধ। কোনো বহিরাগত শক্তি আমাদের মধ্যে বিভেদ সৃষ্টির প্রয়াস চালিয়ে সফল হতে পারবে না, এবং কোন ধরনের ষড়যন্ত্রই আমাদের দৃঢ় ঐক্যকে বিচ্ছিন্ন করতে পারবে না।

আমাদের ঐক্যই আমাদের প্রধান শক্তি। আমরা শপথ করছি, জাতির শান্তি, সৌহার্দ্য, ধর্মীয় সম্প্রীতি ও মর্যাদা রক্ষায় আমরা সর্বদা প্রস্তুত থাকবো। প্রিয় বাংলাদেশ, তোমার স্বাধীনতা এবং মর্যাদা রক্ষায় আমরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতেও প্রস্তুত আছি।

জয় হোক ঐক্যের, জয় হোক বাংলাদেশের।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *