শ্রীনগর আরএসবি’র উদ্যাগে দিনব্যাপী পিঠা মলা

ছবি জাতীয় বাংলাদেশ বিনোদন সারাদেশ

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগর ‘রক্তদাতাদর সন্ধান বিক্রমপুর’ (আরএসবি) এর উদ্যাগ পিঠা মলা ও সাংস্কৃতিক উৎসব হয়ছে। শনিবার সকাল উপজলার শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজের মাঠে উৎসব আনুষ্ঠানিক উদ্বাধন করা হয়। আনদ ও উৎসবমূখর পরিবশ পিঠা মলা ও সাংকেতিক  উৎসব—২০২৫ বেশ জমে উঠে। দূরদূরান্ত থেকে  বিভিন শ্রেণীর পেশার অসংখ্য মানুষর আগমন হয়।
বিক্রমপুরর ঐতিহ্যবাহী নানা রকমর পিঠা—পুলি বিকিকিনি ও নত্য, গানসহ দিনব্যাপী নানা অনুষ্ঠানমালার মধ্য দিয় উৎসবটি বশ জম উঠ। এ সময় স্বছাসবী ও সামাজিক সংগঠনটির সভাপতি মা. মুহিত ইসলাম, সাধারণ সম্পাদক মা. বিল্লাল হাসন, যুগ—সাধারণ সম্পাদক প্রিয়Íী আক্তার, সাংগঠনিক সম্পাদক মাহাম্মদ ছিবগাতুল্লাহ্ সহ অন্যান্য সদস্যরা উপি¯ত ছিলন। সংশ্লিষ্ট সূত্র জানা গছ, শীতর আমজ বিক্রমপুরর ঐতিহ্যবাহী পিঠা মলায় প্রায় অর্ধশতাধিক পিঠার স্টল বস। এদিন পিঠা মলায় ফমাস জনারল হাসপাতালর পক্ষ থক ফ্রি মেডিকেল  ক্যাম্প  করা হয়। বিনামূল্য রক্তর গ্রুপ নির্নয়, ডায়াবটিক পরীক্ষা, প্রসার চেক, ডেন্টাল চেকআপসহ স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।
রক্তদাতাদর সন্ধান বিক্রমপুর প্রতিষ্ঠাতা পরিচালক মিতুল হাসাইন এক বিশেষ বাতার্য় পিঠা মলায় আমন্ত্রিত অতিথিদর শুভছা জানান।

ফারুক খান
শ্রীনগর,মুন্সীগঞ্জ

০১/০২/২৫ইং

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *