শ্রীনগরে র‍্যাবের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার  ১

ছবি জাতীয় বাংলাদেশ সারাদেশ

শ্রীনগরে র‍্যাবের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার  ১

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে র‍্যাবের অভিযানে আবির হাসান (১৮) নামে এক মাদক কারবারি গ্রেফতার হয়েছে। গত মঙ্গলবার রাত সোয়া ১০ টার দিকে উপজেলার দক্ষিণ পাইকশার বটতলা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আবির হাসান মাদারীপুর জেলার শিবচর উপজেলার শান্তিনগর গ্রামের স্বপন বেপারীর ছেলে। গ্রেফতারকৃত আবির হাসানের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সে বেশকিছু দিন শ্রীনগরসহ দেশের বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করে আসছিল। র‍্যাব—১০’র অধিনায়কের পক্ষে প্রেস বিজ্ঞপ্তিতে সহকারী পুলিশ সুপার, সহকারী পরিচালক (মিডিয়া) শামীম হাসান সরদার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোলাপাড়ার দক্ষিণ পাইকশা বটতলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে আবির হাসানকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

মো:ফারুক খান

শ্রীনগর,মুন্সীগঞ্জ

১৮/০৬/২৫ইং

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *