শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে একটি মসজিদে চুরির ঘটনা ঘটেছে। মসজিদের কেচিগেইটের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে আইপিএস ও সোলার প্যানেলের একাধিক ব্যাটারিসহ আইপিএসের ইলেকট্রনিক্স যন্ত্র চুরি করে নিয়ে যায় চোরেরা।
গত সোমবার দিবাগত গভীর রাতে উপজেলার কুকুটিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বিবন্দী পুরাতন জামে মসজিদে এই চুরির ঘটনা ঘটে। চুরি যাওয়া মালামালের বাজার মূল্য প্রায় লাখ টাকা। মসজিদের ভিতরে চুরির ঘটনায় হতাশ মুসল্লিরা।
মঙ্গলবার সকালে মসজিদটির ইমাম মাওলানা আবু জাফর চুরির বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মসজিদে মূল কেচি গেইটের তালার ভেঙ্গে চোর ভিতরে ঢুকে। ভিতর থেকে আইপিএস ও সোলার প্যানেল লোহার খাঁচার তালা ভেঙ্গে মোট ২টি ব্যাটারি ও ১টি আইপিএসের ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই বক্স নিয়ে যায় চোর চক্রের সদস্যরা।
বিবন্দী পুরাতন জামে মসজিদ কমিটির সভাপতি ও নান্নু গ্রুপের পরিচালক অধ্যাপক জাহাঙ্গীর আলম জানান, চুরির ঘটনায় শ্রীনগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
শ্রীনগর থানার ডিউটি অফিসার উপ—সহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) মো. জহিরুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পেয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে
0Shares
