শ্রীনগরে বাসের ধাক্কায় বাইক চালকের মৃত্যু

ছবি জাতীয় বাংলাদেশ সারাদেশ
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শ্রীনগরে বাসের ধাক্কায় এক বাইক চালকের মৃত্যু হয়েছে। নিহত চালকের নাম মো. ইমন ইবন তালিব (২২)। সে পাবনা জেলার রুপপুর এলাকার স্কুল পাড়ার মো. মুতালেবের পুত্র।
শনিবার রাত পৌণে ৭ টার দিকে উপজেলার এক্সপ্রেসওয়ের হাঁসাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, একটি ভাঙ্গাগামী একটি যাত্রীবাহী বাস পিছন থেকে মোটরসাইকেলটিকে (ঢাকা মেট্রো হ-২০৩৬৬৬) সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই বাইক চালক মারা যায়। ঘটনার পর অজ্ঞাত বাসটি দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা লাশটি উদ্ধার করে।
শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, লাশটি হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
হাঁসাড়া হাইওয়ে থানার ওসি কাঞ্চন কুমার সিংহ জানান, ঘাতক বাসটি ভাঙ্গা এলাকায় আটক করা হয়েছে। বাসটি আনার ব্যবস্থা করছি। লাশটি এখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। নিহতের স্বজনদের সাথে যোগাযোগ করা হয়েছে। আইনানুগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

মো: ফারুখ খাঁন

শ্রীনগর,মুন্সীগঞ্জ
৩০/১১/২৪ইং
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *