শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: “এসো দেশ বদলাই পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শ্রীনগর উপজেলা প্রশাসনের আয়োজনে তারুণ্যের উৎসব—২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পিঠা অনুাষ্ঠত হয়েছে। সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে তারুণ্যের উৎসবের আনুষ্ঠিত উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. মহিন উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন শ্রীনগর থানার অফিসার ইনচার্জ শাকিল আহমেদ, উপজেলা কৃষি অফিসার মোহসিনা জাহান তোরণ, প্রাণীসম্প্রদ কর্মকতার্ ডাঃ কামরুল হাসান, উপজেলা প্রকৌশলী মো. মহিফুল ইসলাম, শ্রীনগর প্রেস ক্লাবের সভাপতি আরিফ হোসেন, শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার প্রদীপ চন্দ্র পালসহ আরো উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ শাওনের বাবা নজরুল ইসলাম, শহীদ আল—আমিন খলিফার বাবা আইউব খলিফা, আহত মো. রক্সির বাবা মো. জুলহাস ও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকতার্ বৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র—ছাত্রী বৃন্দ। দেখা গেছে, এদিন উপজেলা যুব উন্নয়ন, মহিলা বিষয়ক, জাতীয় মহিলা সংস্থা, শ্রীনগর সরকারি সুফিয়া আব্দুল হাই খান বালিকা উচ্চ বিদ্যালয়, ষোলঘর একেএসকে উচ্চ বিদ্যালয়, রাঢ়িখাল স্যার জগদীসচন্দ্র বসু ইনস্টিটিউশন এন্ড কলেজসহ উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান কার্যালয়ের পক্ষ থেকে পিঠা উৎসবে ১৪টি স্টল বসে। এর আগে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে সকালে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফারুক খান
শ্রীনগর,মুন্সীগঞ্জ
১৭/০২/২৫ইং
