শ্রীনগরে তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ হয়েছে। সোমবার শ্রীনগর উপজেলা নিবার্হী অফিসারের সভাকক্ষে দিনব্যাপী প্রশিক্ষণে তামাক নিয়ন্ত্রণ আইনের নানা বিষয় তুলে ধরা হয়।
শ্রীনগর উপজেলা তামাক নিয়ন্ত্রণ বাস্তবায়ন টাস্কফোর্স কমিটি এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের তামাক নিয়ন্ত্রণ সেল এই প্রশিক্ষনের আয়োজন করে। প্রশিক্ষণে তামাক নিয়ন্ত্রণ আইনের ধারা সমূহ তুলে ধরেন শ্রীনগর উপজেলা নিবার্হী অফিসার মো. মহিন উদ্দিন।
প্রশিক্ষণে অংশ নেন উপজেলা কৃষি অফিসার মোহসিনা জাহান তোরণ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহিদুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা ফজরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাজুল ইসলাম, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন, শ্রীনগর প্রেস ক্লাবের সভাপতি আরিফ হোসেন, উপজেলার ১৪টি ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা সহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
মো:ফারুক খান
শ্রীনগর,মুন্সীগঞ্জ
২৩/০৬/২৫ইং
