শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে বর্ণাঢ্য র্যালি হয়েছে। শুক্রবার বিকাল ৪টার দিকে শ্রীনগর কেন্দ্রীয় শ্রী শ্রী জনগন্নাথদেব মন্দির ও শ্রী শ্রী জগন্নাথ নামহট্র সংঘ নিত্যসেবা’র (ইসকন) যৌথ আয়োজনে উপজেলার মহাশ্বশান শ্রী শ্রী কালী মন্দির প্রাঙ্গণে রথযাত্রায় অংশ নিতে সনাতন ধর্মাবলম্বী বিপুল সংখ্যক নারী—পুরুষ উপস্থিত হন।
এ সময় বিএনপি’র কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু সনাতন ধমার্বলম্বীদের খোঁজ খবর নেন ও শুভেচ্ছা বিনিময় করেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ—সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তজিুল ইসলাম, শ্রীনগর পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন কুমার মোদক, সাধারণ সম্পাদক অধীর দত্ত, মুন্সীগঞ্জ জেলা বিিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. জসিম মোল্লাসহ অনেকে।
প্রতি বছরের ন্যায় ব্যাপক আনন্দ ও উদ্দীপনার মধ্যে দিয়ে ১৩৮ বছরের পুরনো ঐতিহ্যবাহী রথযাত্রাটি শ্রীনগর কলেজ রোড বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দেউলভোগ সার্বজনীন শ্রী শ্রী কালী মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়।
রথযাত্রা কমিটি সংশ্লিষ্টরা জানান, আগামী ৫ জুলাই ২০২৫ খ্রী: বিকালে দেউলভোগ সার্বজনীন কালী মন্দির থেকে উল্টো রথযাত্রার মধ্যে দিয়ে ঐতিহ্যবাহী রথযাত্রার সমাপ্তি হবে।
মো: ফারুক খান
শ্রীনগর,মুন্সীগঞ্জ
২৭/০৬/২৫ইং
