রাজশাহী, ১৮ জানুয়ারি ২০২৫: আজ শনিবার সকাল ১১টা ৩০ মিনিটে রাজশাহীর সাহেব বাজার জিরোপয়েন্টে আদিবাসী ছাত্র পরিষদের আয়োজনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভে অংশগ্রহণকারীরা আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, আদিবাসী শব্দের বাদ দেয়া গ্রাফিতি পুনঃস্থাপন এবং “সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতা”র ওপর হামলা ও পুলিশী নির্যাতনের প্রতিবাদ জানান।
বিক্ষোভে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদের সাংগঠনিক সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, সাংস্কৃতিক বিষয় সম্পাদক নিরলা মার্ডি, আদিবাসী ছাত্র পরিষদের সহ সভাপতি প্রশান্ত মিন্জ এবং পাহাড়ি ছাত্র পরিষদ রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক শামীম ত্রিপুরা।
সমাবেশে বক্তারা জানান, সম্প্রতি আদিবাসী ছাত্র পরিষদের “সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতা” এনসিটিবি ভবন ঘেরাও কর্মসূচি দেয়ার সময় উগ্র সাম্প্রদায়িক সংগঠন “স্টুডেন্ট ফর সভারেন্টি”র সদস্যরা বাংলাদেশ পতাকা নিয়ে লাঠি সোটা নিয়ে হামলা চালায়। হামলায় বেশ কিছু শিক্ষার্থী আহত হয়। বক্তারা এই হামলার তীব্র নিন্দা জানান এবং হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও বিচার দাবি করেন। তারা আরও বলেন, ‘‘সরকার এই হামলার দায় এড়াতে পারে না’’।
বিক্ষোভ সমাবেশে বক্তারা আদিবাসী জনগণের সাংবিধানিক স্বীকৃতির পাশাপাশি তাদের জন্য পৃথক মন্ত্রণালয় গঠনের দাবি জানান। তারা বলেন, ‘‘এনসিটিবি ভবন ঘেরাও কর্মসূচি ও আদিবাসী ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা চালানো হয়েছে, যা কোনোভাবেই সহ্য করা হবে না।’’
এছাড়া, বক্তারা নবম ও দশম শ্রেণির পাঠ্যপুস্তক থেকে আদিবাসী শব্দ সম্বলিত গ্রাফিতি বাদ দেওয়ার প্রতিবাদ জানান এবং তা পুনঃস্থাপনের দাবি জানান।
