রাজশাহী সাহেব বাজার পেশাজীবি সমিতির উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শীঘ্র রোগমুক্তি ও পূর্ণ সুস্থতা কামনায় একটি আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। গতকাল সোমবার সংগঠনের কার্যালয়ে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য লাভ এবং দীর্ঘ ও স্বাস্থ্যকর জীবন কামনা করে গভীর মঙ্গলকামনা ও প্রার্থনা প্রকাশ করা হয়। বক্তারা তার অবদান স্মরণ করে দেশবাসীর পক্ষ থেকে শুভকামনা জানান।
অনুষ্ঠানে রাজশাহী মহানগর কৃষক দলের সভাপতি মোঃ শরফুজ্জামান শামীম, রাজশাহী মহানগর জাসাসের সদস্য সচিব মোঃ সেলিম রেজা, রাজশাহী বোয়ালিয়া থানার কৃষক দলের সভাপতি মোঃ শামীম হোসেন, রাজশাহী সাহেব বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আমিনুল ইসলাম রানা, রাজশাহী সাহেব বাজার পেশাজীবি সমিতির সভাপতি মোঃ শাহিনুর রহমান মুন্না এবং সংগঠনের সাধারণ সম্পাদক ও রাজশাহী ১২ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ পারভেজসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোঃ হাসেম শেখ, সহ-সভাপতি মোঃ কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ ডাবলু শেখ, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিন আলম, সহ-সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শিমুল, প্রচার সম্পাদক মোঃ রিপন আলী এবং কোষাধ্যক্ষ মোঃ সাইদুল ইসলাম অনুষ্ঠানে যোগ দেন।
উপস্থিত সবাই কে দেশনেত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন কামনায় প্রার্থনা করার জন্য সকলকে অনুরোধ জানানো হয়।
