রাজশাহী, ১১ ফেব্রুয়ারি ২০২৫: রাজশাহীর যুব সেচ্ছাসেবীদের নতুন উদ্যোগ “সবুজ প্রবাহ” এর মাধ্যমে শহরের পরিবেশ ও জীব বৈচিত্র্য সংরক্ষণে এক নতুন মাত্রা যোগ করা হলো। এই উদ্যোগের আয়োজক সেভ দি ন্যাচার এন্ড লাইফ এবং সহ-আয়োজক হিসেবে অংশ নেয় বিডি ক্লিন রাজশাহী, BAPI, YAS, বরেন্দ্র ইযুথ ফোরাম, সূর্যকিরন, টাটকা ফাউন্ডেশন, সকলে মোরা সকলের তরে, দি স্মাইলিং ফাউন্ডেশন, Cab Youth Rajshahi, এবং রোটারী ক্লাব অফ রাজশাহী সেন্ট্রালসহ আরও বেশ কিছু সামাজিক সংগঠন।
এই উদ্যোগের মাধ্যমে রাজশাহীর তালাইমারী শহীদ মিনারের পূর্ব ও পশ্চিম পাশ পরিষ্কার করা হয় এবং আশপাশের বাসিন্দাদের মধ্যে পরিবেশ সচেতনতা সৃষ্টি করা হয়। প্লাস্টিক ও পলিথিন দূষণ এবং ময়লা আবর্জনা ফেলার সমস্যা সম্পর্কে মানুষকে সচেতন করা হয়, যাতে শহরের সৌন্দর্য বজায় থাকে এবং জীব বৈচিত্র্য রক্ষা করা যায়।
এতে অংশগ্রহণকারী সংগঠনগুলো সবাই মিলে দূষণমুক্ত শহর গড়ার প্রত্যয় নিয়ে কাজ করছে এবং সকল নাগরিককে এই কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হচ্ছে।
এই উদ্যোগের মাধ্যমে রাজশাহীর বাসিন্দাদের মধ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতার প্রতি আগ্রহ ও সচেতনতা বৃদ্ধি পাবে, যার ফলে একটি পরিবেশবান্ধব, সুস্থ ও সুন্দর শহর গঠন সম্ভব হবে।
