রাজশাহীতে বন্য পাখি উদ্ধার, বন অধিদপ্তরের হাতে হস্তান্তর

ছবি জাতীয় বাংলাদেশ সারাদেশ

রাজশাহী, ২ ফেব্রুয়ারি ২০২৫: রাজশাহীর তেরোখাদিয়া বাজারে এক বন্য পাখি উদ্ধার করে বন অধিদপ্তরের কাছে হস্তান্তর করেছে স্থানীয় পরিবেশকর্মীরা। বুধবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সুপ্রভা রায় স্টেলা নামক এক পরিবেশকর্মী সাইকেলে তেরোখাদিয়া বাজার যাচ্ছিলেন, তখন তিনি দুটি ব্যক্তিকে একটি বন্য পাখি ধরা অবস্থায় দেখতে পান। পাখিটির প্রজাতি ছিল কালো হিরন বক, যা সাধারণত প্রকৃতিতে দেখা যায়।

সুপ্রভা রায় স্টেলা জানান, তিনি প্রথমে সন্দেহভাজন ওই দুই ব্যক্তির কাছ থেকে পাখিটি উদ্ধার করার চেষ্টা করেন এবং তাদের জানিয়ে দেন যে বন্য পাখি ধরা আইনত নিষিদ্ধ। এর পর তিনি ফোনে তার সহকর্মী মো: জুলফিকার আলী হায়দারকে ডেকে ঘটনাস্থলে আসার জন্য বলেন। পনের মিনিটের মধ্যে জুলফিকার ও রওশন ঘটনাস্থলে পৌঁছান এবং দ্রুত বন অধিদপ্তরে ফোন করে পাখিটির বিষয়ে জানানো হয়।

বন অধিদপ্তরের কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছানোর পর, সেইভ দি নেচার এন্ড লাইফ এর সদস্যরা পাখিটিকে বন অধিদপ্তরের কাছে হস্তান্তর করেন। এই সময় এলাকার কিছু স্থানীয় বাসিন্দাও উপস্থিত ছিলেন।

এই উদ্যোগে অংশ নেওয়া সদস্যরা পরিবেশ সংরক্ষণ এবং বন্য জীবজন্তুর সুরক্ষা বিষয়ে সচেতনতা তৈরি করার প্রয়োজনীয়তা সম্পর্কে গুরুত্ব আরোপ করেছেন। পাখিটির নিরাপদ উদ্ধার ও বন অধিদপ্তরের হাতে হস্তান্তর নিশ্চিত করেছে যে বন্য প্রাণীদের আইনগতভাবে রক্ষা করা হচ্ছে।

এছাড়া, পরিবেশকর্মীরা এ ঘটনায় স্থানীয়দের আরো সচেতন করার জন্য বারবার আহ্বান জানিয়েছেন, যাতে ভবিষ্যতে বন্য প্রাণীদের প্রতি এই ধরনের অবহেলা রোধ করা যায়।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *