সপ্তাহ দুয়েক আগেই ২০২৬ বিশ্বকাপের কাউন্টডাউন শুরু করেছে ইভেন্টটির বিশ্ব নিয়ন্ত্রক সংস্থা ফিফা। আগামী বছরের ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় ফুটবলের সর্বোচ্চ এই প্রতিযোগিতা শুরু হবে। ইতোমধ্যে আসন্ন বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে তিন আয়োজকসহ ১৩টি দেশ। সেই তালিকায় আছে এশিয়ান দেশ ইরানও। তবে সাম্প্রতিক সময়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত তাদের খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি করেছে।
