রাজধানীর যাত্রাবাড়ীতে বাকপ্রতিবন্ধী দুই বোনকে ধর্ষণের ঘটনায় ব্যাটারিচালিত অটোরিকশা চালক রেজাউল করিমকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ জানুয়ারি) রাতে গোলাপবাগ এলাকার একটি বাসায় এই ঘটনা ঘটে।
ভুক্তভোগীদের মা জানান, তিনি এলাকায় রাস্তায় পিঠা বিক্রি করেন। আর সন্তানের বাবা খিচুড়ি বিক্রি করেন। ঘটনার সময় তারা কাজে ছিলেন। তখন একই ভবনের নিচতলার ভাড়াটিয়া রেজাউল করিম তাদের বাসায় ঢুকে জোরপূর্বক দুই মেয়েকে ধর্ষণ করে রেজাউল। পরে তাদের ডাক চিৎকারে প্রতিবেশীরা প্রথমে এগিয়ে গেলে ঘরে ঢুকে রেজাউলকে নগ্ন অবস্থায় দেখতে পান। তখন তাকে আটক করে পুলিশের খবর দেয়া হয়। এরপর লোকমারফত খবর পেয়ে বাবা-মা বাসায় ছুটে যান। সেখানে গিয়ে দুই মেয়েকে উদ্ধার করে রাত পৌনে ১টার দিকে হাসপাতালে নিয়ে যান তারা। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
