ঢাকা, ১০ ফেব্রুয়ারি ২০২৫: দেশের সকল নন এমপিও (বেতনবিহীন) শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণের জন্য রাষ্ট্রীয় উদ্যোগ গ্রহণের দাবিতে আজ এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এসময় বিভিন্ন শিক্ষক সংগঠনের নেতারা বর্তমান সরকারের কাছে তাদের দীর্ঘদিনের দাবি পুনর্ব্যক্ত করেছেন।
এ সম্মেলনে বক্তারা জানান, তারা দীর্ঘদিন ধরে সরকারের কাছে এমপিওভুক্তির জন্য আবেদন জানাচ্ছেন, তবে এ বিষয়ে এখনও পর্যন্ত কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা একদিকে যেমন রাষ্ট্রীয় পদবী, পাঠদান এবং পরীক্ষার কাজ সুষ্ঠুভাবে পালন করছেন, অন্যদিকে তাদেরকে বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে।
নন এমপিও শিক্ষক-কর্মচারীদের বর্তমান পরিস্থিতি তুলে ধরে বক্তারা বলেন, “প্রতি বছর বাজেটে এমপিও খাতে অর্থ বরাদ্দ থাকলেও অদৃশ্য কারণে সেই টাকা ব্যবহার না হয়ে ফেরত যায়। সরকারের পক্ষ থেকে কোন সহানুভূতি বা কার্যকরী পদক্ষেপ এখনও নেওয়া হয়নি।”
এছাড়া, গত ০১ ডিসেম্বর ২০২৪ তারিখে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন আয়োজন করা হয়, যেখানে কেন্দ্রীয় শিক্ষক সংগঠন ও স্থানীয় সংগঠনগুলো একসঙ্গে তাদের দাবি তুলে ধরেন। সংগঠনগুলো দাবি করেছে, সরকারের পক্ষ থেকে তাদের দাবি বাস্তবায়ন না হলে তারা আগামীতে কঠোর আন্দোলনের পথ বেছে নিতে বাধ্য হবে।
সভায় উপস্থিত ছিলেন, মোঃ আব্দুস সালাম, সভাপতি, নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী পরিষদ; মোঃ নিয়াজ উদ্দীন, সাধারণ সম্পাদক, রাজশাহী জেলা শাখা; সুপার নিয়াজ উদ্দিন জনা, সেক্রেটারি, সংগঠন কেন্দ্রীয় কমিটি; ফারহানা শারমিন, সহ-সভাপতি, কেন্দ্রীয় কমিটি; মোঃ জাহিদ হোসেন, দপ্তর সম্পাদক, কেন্দ্রীয় কমিটি; ও শেঃ আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় কমিটি।
বক্তারা সরকারের কাছে তাদের এক দফা দাবি পেশ করেছেন—“দেশের সকল নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান একযোগে এমপিওভুক্ত করতে হবে।”
