ঢাকা—মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের পিছনে বাসের ধাক্কায় নিহত ৪, আহত ১৬

ছবি জাতীয় বাংলাদেশ সারাদেশ

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: ঢাকা—মাওয়া—ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার হাঁসাড়া একটি যাত্রীবাহী বাস চলন্ত ট্রাকের পিছনে ধাক্কার ঘটনায় ২ চিকিৎসকসহ ৪ জন নিহত হয়েছৈ। এই দুর্ঘটনায় অন্তত ১৬ জন আহত হন। নিহতরা হলেন বাসের যাত্রী যশোরের মধু গ্রামের জিল্লুর রহমান (৬৫), যশোরের পাগলাদাহ এলাকার ডাঃ জালাল উদ্দিন (৬৫), যশোর সদর এলাকার ডাঃ আব্দুল হালিম (৫৫) ও বাসটির হেলপার যশোর পাগলাদাহ এলাকার মো. হাবিব (৩২)। খোঁজ নিয়ে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত সোয়া ৩ টার দিকে উপজেলার হাঁসাড়া ব্রিজের সামনে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে হামদান এক্সপ্রেসে পরিবহণের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব—১২৪২৯৬) চলন্ত ট্রাকের (ঢাকা মেট্রো ড—১৪৪৫৩৮) পিছনে সজোরে ধাক্কা দিলে বাস ও ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কদ্বীপের ওপরে উঠে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে উদ্ধার করে। শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, ঘটনাস্থলেই ২ জন মারা যায়। এ সময় আহত ১৬ জনকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক আরো ২ জনকে মৃত ঘোষণা করেন। হাঁসাড়া হাইওয়ে থানা অফিসার ইনচার্জ আব্দুল কাদের জিলানী জানান, গাড়ি ২টি আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মো:ফারুক খান

শ্রীনগর,মুন্সীগঞ্জ

২৮/০৬/২৫ইং

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *