জুলাই বিপ্লবের চেতনাকে বিকৃত করা যাবে না” – রাজশাহীতে ‘পকেট কমিটি’ বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি

ছবি জাতীয় বাংলাদেশ সারাদেশ

রাজশাহী, ১৬ ফেব্রুয়ারি ২০২৫: “জুলাই বিপ্লবের চেতনাকে বিকৃত করা যাবে না” – এই স্লোগানকে সামনে রেখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা ও মহানগর কমিটিকে ‘পকেট কমিটি’ আখ্যা দিয়ে এর বাতিলের দাবিতে আজ তালাইমারি মোড়ে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। সকাল ১১:৩০টায় শুরু হওয়া এই কর্মসূচিতে রাজশাহীর সর্বস্তরের ছাত্র-জনতা অংশ নেন।

বক্তারা বলেন, সম্প্রতি গঠিত কমিটি গঠনের প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব রয়েছে। তারা এটিকে ‘পকেট কমিটি’ আখ্যা দিয়ে অবিলম্বে বাতিলের দাবি জানান। জুলাই বিপ্লবের চেতনাকে স্মরণ করে তারা বলেন, “শহীদদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করা যাবে না। এই কমিটি আন্দোলনের গণতান্ত্রিক চেতনার পরিপন্থী।”

তারা আরও বলেন, “আমরা আন্দোলনের মূল লক্ষ্য ও আদর্শকে সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। অবিলম্বে এই কমিটি বাতিল করে একটি স্বচ্ছ ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন কমিটি গঠন করতে হবে।” কর্মসূচিতে “পকেট কমিটি বাতিল কর” স্লোগান দিয়ে অংশগ্রহণকারীরা তাদের দাবির প্রতি অনড় থাকার ঘোষণা দেন।

আয়োজকরা জানান, তাদের দাবি না মানা হলে আগামী দিনগুলোতে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে। এই ঘটনায় রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভবিষ্যৎ কৌশল নিয়ে নতুন করে আলোচনার সূত্রপাত হয়েছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *