রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের শূন্যরেখার পাশে বাংলাদেশের ভেতরের জমিতে ঘাস কাটতে গেলে দুই যুবককে মারধরের অভিযোগ উঠেছে ভারতীয় নাগরিকদের বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দারা জানান, ফসলি জমি বিনষ্টের অভিযোগ তুলে এ হামলা চালানো হয়। এছাড়া, ভারতীয়রা বাংলাদেশের ভেতরের কয়েকটি আমগাছ কেটে দেয় এবং ফসলি জমি নষ্ট করে।
এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে সীমান্তে জড়ো হয়ে বিক্ষোভ করেন বাংলাদেশিরা। বিক্ষোভের এক পর্যায়ে বাংলাদেশ ও ভারতীয় নাগরিকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে ভারতীয়রা অনুপ্রবেশ করলে তাদের ধাওয়া করে বাংলাদেশিরা।
