চতুর্থ অর্থনৈতিক শুমারীর প্রশিক্ষণ অনুষ্ঠিত

ছবি জাতীয় বাংলাদেশ সারাদেশ

আগামী ১০ থেকে ১৬ ডিসেম্বর পরিচালিত হতে যাচ্ছে চতুর্থ অর্থনৈতিক শুমারি। এ উপলক্ষে বৃহস্পতিবার থেকে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) জোন-২ এর সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের চার দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। মহিষবাথান আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় সভাকক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণার্থীদের দিকনির্দেশনা দেন রাজশাহী বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়ের যুগ্ম পরিচালক আব্দুল হালিম। তিনি বলেন, অর্থনৈতিক শুমারী একটি রাষ্ট্রিয় অতি গুরুত্ত্বপূর্ণ কার্যক্রম। অর্থনৈতিক শুমারির তথ্যাদি সঠিকভাবে প্রয়োগ করা হলে রাষ্ট্রের উন্নয়ন সম্ভব হবে। সঠিক তথ্য সরবরাহ করাও সকল নাগরিকের দায়িত্ব ও কর্তব্য।

তিনি বলেন, একটি দেশের উন্নয়নে অর্থনৈতিক শুমারি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ সময় তিনি সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের সাথে প্রশিক্ষণ বিষয়ে জানতে চান এবং সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের প্রশংসা করেন পাশাপাশি শুমারির কার্য্যক্রম সুষ্ঠুভাবে অনুষ্ঠিত করতে সকলকে আন্তরিকতা, সততা ও নিষ্ঠার সাথে কাজ করার আহবান জানান এবং যে কোন সময় যে কোন প্রয়োজনে তিনি সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন ডিসিসি রাজশাহী-১ সাখাওয়াত হোসেন, ইউসিসি আসিফ ইকবাল, সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত ডিজিএম মনোয়ার হোসেন সেলিম ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রশিক্ষণের মাস্টার ট্রেইনার ও জোনাল অফিসার মো. ওয়াহিদুজ্জামান।

উল্লেখ্য, প্রতি দশ বছর পরপর অর্থনৈতিক শুমারি হয়ে থাকে। শেষবার ২০১৩ সালে অর্থনৈতিক শুমারি হয়েছিল। আগামী ১০-১৬ ডিসেম্বর চতুর্থ অর্থনৈতিক শুমারি পরিচালিত হতে যাচ্ছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *