আরএমপির ট্রেনিং স্কুলের ‘বেসিক কম্পিউটার কোর্স’ সমাপনী অনুষ্ঠানে পুলিশ কমিশনার মহোদয়

ছবি জাতীয় বাংলাদেশ সারাদেশ

রাজশাহী, ২৩ জানুয়ারি ২০২৫: আজ ২৩ জানুয়ারি দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদরদপ্তরের কনফারেন্স রুমে আরএমপি ট্রেনিং স্কুলের ‘বেসিক কম্পিউটার কোর্স’ (৪০তম ব্যাচ)-এর সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবু সুফিয়ান। তিনি প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন। এসময় আরও উপস্থিত ছিলেন আরএমপির বোয়ালিয়া ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব অনির্বান চাকমা, উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মো: সাইফউদ্দীন শাহীনসহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

পুলিশ কমিশনার মহোদয় তাঁর বক্তব্যে প্রশিক্ষণার্থীদের কম্পিউটার দক্ষতা অর্জনকে পুলিশিং কার্যক্রমে আধুনিকীকরণ ও প্রযুক্তির ব্যবহারের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেন। তিনি আশা প্রকাশ করেন, এর মাধ্যমে পুলিশ সদস্যরা আরও দ্রুত, সঠিক ও কার্যকরভাবে দায়িত্ব পালন করতে সক্ষম হবেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *