আওয়মীলীগ দুর্নীতি-নির্যাতনে সফল হলেও বিএনপিকে ভাঙতে ব্যার্থ: শফিকুল হক মিলন
রাজশাহীর পবায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন বলেন, বিগত ১৭ বছরে আওয়ামী লীগ দুর্নীতি-নির্যাতনসহ অনেক কিছুতেই সফল হলেও বিএনপিকে ভাঙতে ব্যার্থ হয়েছে। বিএনপি এদেশের মাটি মানুষের দল বলে টিকে আছে, চিরদিন টিকে থাকবে। তিনি আরও উল্লেখ করেন, “তারেক রহমান শুধুমাত্র বেগম খালেদা জিয়া বা জিয়াউর রহমানের সন্তান নয়। তিনি একজন দেশ প্রেমিক, দেশের বাইরে থেকেও বিএনপিকে পরিচালনা করে আসছেন। বিএনপি যদি ভেঙ্গে যেত, তা হলে দলটি অনেক আগেই বিপদে পড়ত। অনেক ঝড় গেছে বিএনপি ভাঙ্গে নাই। বৃহস্পতিবার উপজেলা হুজুরীপাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নানা অপচেষ্টাতেও তাদের সেই প্রচেষ্টা সফল হয়নি। তারেক রহমানের অক্লান্ত পরিশ্রম এবং কৌশলেই দলটি টিকে আছে। বিএনপির বর্তমান অবস্থান এবং নেতৃত্বে তারেক রহমানের অবদানও উল্লেখযোগ্য। এর মাধ্যমে এটি স্পষ্ট হয়ে ওঠে যে, তারেক রহমানের নেতৃত্বের প্রতি বিএনপির বিশ্বাস এখনো অটুট রয়েছে এবং দলের কাঠামো অক্ষুণ্ণ রেখেছেন। আগামীতে তারেক রহমানের নেতৃত্বেই বিএনপি আরো শক্তিশালী হবে।
হুজুরীপাড়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শিহাব উদ্দীনের সভাপতিত্বে ও সদস্য সচিব মোতাহার হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পবা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রাজ্জাক, রাজপাড়া থানা বিএনপি’র সাবেক সভাপতি শওকত আলী, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, আব্দুস সালাম মাস্টার ও আব্দুল মান্নান মুন্নাফ, রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান, পবা উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক তাইজুল ইসলাম ও সোহেল রানা, উপজেলা যুবদল সদস্য মাজদার রহমান, জেলা যুবদল সদস্য ফরিদুল ইসলাম সাহেব, পবা উপজেলা ছাত্রদল সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, ভারপ্রাপ্ত আহবায়ক সাদ্দাম হোসেন, হুজুরীপাড়া ইউনিয়ন যুব নেতা রবিউল ইসলাম, হুজুরীপাড়া ইউনিয়ন ছাত্রদল সভাপতি আব্দুল্লাহ প্রমুখ।
